আমি রাজ; কালো একটি ছেলে। হলুদ পাঞ্জাবি পড়ে রাতের পর রাত রাস্তায় ঘুরি। ইঞ্জিনিয়ারিং পড়েছি কোন সেমিষ্টারে বই না কিনে/ বই কেনার টাকায় কিনেছি গল্পের বই! ঘরের দেওয়ালে রঙিন কালি দিয়ে কবিতা লিখি। কাগজে-ক্যানভাসে ছবি আঁকতে ইচ্ছা করে না বলে শার্টে গেঞ্জিতে ছবি আঁকি। লজিক যদিও ভালো বুঝি না তবুও হাতে সারাদিন রুবিক্স কিউবি ঘুরাই। ভুত ভালো লাগলেও অদ্ভুত কিছু ভালো লাগে না বলে মাথায় পতাকা বেঁধে ম্যাজিক দেখিয়ে বেড়াই। নিশিপাওয়া রাতে সাদা-কালো ছক সামনে নিয়ে ভাবি সিসিলিয়ান ডিফেন্সে একটা নাইট কম হলে কিভাবে চেক-মেট দেয়া যাবে! আর এখন? রাজত্ব বির্ষজন দিয়ে যাবজ্জীবন অজ্ঞাতবাস! নাগরিক ঢাকা শহরে আহত সাদা ঘোড়া নিয়ে খুঁজে চলেছি জাদুর প্রদীপ!!! নিজের সম্পর্কে এভাবেই বলেন শাহানী রাজীব। ব্যাক্তিগত জীবনে চাকুরীরত আছেন আকিজ গ্রুপে প্রজেক্ট ম্যানেজার হিসাবে। ঊনচল্লিশ রকম কলা জানা এই পলিম্যাথের সংগ্রহে রয়েছে হাজারখানেক রুবিক্স কিউব। পাঁচ শতাধিক পেপার কাপ এবং ম্যাববক্স। লেখালেখির পাশাপাশি সমান তালে ম্যাজিকের চর্চা করেছেন ছেলেবেলা থেকেই। প্রথম ম্যাজিক শো করেন দ্বিতীয় ক্লাসে থাকাকালীন সময়ে স্কুলের ক্রীড়া অনুষ্ঠানে। বিটিভি, এটিএন বাংলা, বাংলা ভিশন ছাড়াও পারফর্ম করেছেন কয়েকটি অনলাইন টিভি চ্যানেলের জন্য।
পুরস্কার ও সম্মাননা
# কবি জসীম উদ্দীন পুরস্কার - ২০১৯
# দিগন্ত সাহিত্য পুরস্কার - ২০২০
# বাঙ্গালীর কন্ঠ সাহিত্য পুরস্কার - ২০২১
# এশিয়া বুক অব রেকর্ডস - ২০২১
# ওয়ার্ড ওয়াইড বুক অব রেকর্ডস - ২০২১
# মাদার তেরেসা সম্মাননা - ২০২১
# সেরা প্রবন্ধ উপস্থাপক - ২০২২
# ওয়ার্ল্ড আইকন অ্যাওয়ার্ড - ২০২২
# ফাস্ট রানারআপ- ফাস্ট ইউথ ম্যাজিক ফেস্টিভ্যাল ২০২৫
প্রকাশনা
১. মেঘমালতী আর আমার একা কথা বলা।
২. মেঘমালতী ছুঁয়েছ বিভোর দু-চোখ।
৩. উড়ে যায় কাগজের পাখি মেঘমালতীর ঠিকানায়।
৪. মেঘমালতীর ডায়েরী।
৫. মেঘমালতী তুই কেমন আছিস?
৬. How to Solve a Rubiks Cube
৭. তাসের হাতসাফাই
৮. Midnight Magician
3D Slider & Interactive Counter
GO BACK TO HOME PAGE
উপরে থাকা লেভেলগুলি থেকে যে কোনো একটি পছন্দ করুন। নিচের যে সকল ছবিতে আপনার ম্যাচবক্স লেভেলটি আছে, সেগুলি সিলেক্ট করুন।





?

No comments:
Post a Comment